স্কুল দাবা প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

| মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা গতকাল বিকেলে সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো: আলমগীর। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর সভাপতি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরী, ফিদে মাস্টার মো: আব্দুল মালেক, আরবিটর আরাফাত সুমন প্রমুখ। বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১০ জেলার ৬৬ জন দাবাড়ু অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের সেরা একাদশে নেই কোন বাংলাদেশি
পরবর্তী নিবন্ধবনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে মাদারবাড়ী মুক্তকণ্ঠের জয়লাভ