বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রামে শুরু হয়েছে অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতার চট্টগ্রামের জোন-২ এর খেলা গত মঙ্গলবার সিজেকেএস জিমন্যাশিয়ামে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডি আই জি মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর সভাপতি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। চট্টগ্রামের পুলিশ সুপার ও সিজেকেএস এর সহ-সভাপতি এস এম শফিউল্লাহ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) আবু তৈয়ব মো: আরিফ হোসেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার মো: ইমরান আলী পিপিএম, চট্টগ্রাম জেলার আর আই ক্ষিতিশ চন্দ্র দে। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের-উল-আলম চৌধুরী (স্বপন), সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সৈয়দ আব্দুল আহাদ, আবদুল মালেক, এস এম তারেক, সদস্য শারফিন কবির লিসা, জেসমিন আক্তার জেসি প্রমুখ। জোন-২ এর খেলার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে মাষ্টার ও সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রামের ৬৮ টি স্কুলের ৮১ টি দল অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার ৪র্থ রাউন্ড শেষে শীর্ষে আছে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল-এ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।