স্কুল থেকে পরিত্যক্ত কিরিচ উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি স্কুল থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কিছু কিরিচ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে এসব উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, সিজিএস কলোনি স্কুল থেকে পরিত্যক্ত অবস্থায় কিছু দেশীয় কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্কুলের দপ্তরি ও দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি আমরা অধিকতর তদন্ত করে দেখছি।

পূর্ববর্তী নিবন্ধরামগড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী কামাল
পরবর্তী নিবন্ধবাস চাপায় পা হারানো রাসেল পেল সাড়ে ৩৩ লাখ টাকা