উচ্ছ্বসিত মনে এসেও হতাশ চিত্তে ফিরে যেতে হয়েছে নগরের হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের অন্তত ২০ শিক্ষার্থীকে। কারণ ইউনিফর্ম পড়ে না আসায় তাদের স্কুলে ঢুকতে দেয়া হয়নি। এর মধ্য দিয়ে দীর্ঘ এক বছর পাঁচ মাস ২৪ দিন পর শুরু হওয়া ক্লাসে অংশ নিতে পারে নি তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুলে ঢুকতে না পারা সব শিক্ষার্থীই দশম শ্রেণির। এর মধ্যে বেশ কয়েকজন আসন্ন এসএসসি পরীক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে ক্লাস না করে ফিরে যাওয়া একাধিক শিক্ষার্থী জানান, স্কুল গেইটে শিক্ষকরা দাঁড়িয়েছিলেন। স্কুলে প্রবেশের সময় ইউনিফর্ম পড়ে না আসার কারণ জানতে চান তারা। তখন ছাত্ররা যার যার মত ব্যখ্যা করেন। শেষ পর্যন্ত ইউনিফর্ম পড়ে না আসা শিক্ষার্থীদের স্কুলে ঢুকতে দেয়া হয়নি। এসময় অনেক অনুনয় বিনয় করলেও মন গলে নি সেখানে কর্তব্যরত শিক্ষকদের।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আমীর হোসেন দৈনিক আজাদীকে বলেন, স্কুলের শৃক্সখলার স্বার্থে ৫-৬ জন ছাত্রকে ঢুকতে দেয়া হয়নি। তাদের বাসা স্কুলের আশেপাশে। তাদের বলা হয়েছে, অন্তত শার্টটা পড়ে যেন আসে। এ শিক্ষক বলেন, স্কুলের ইউনিফর্মের মধ্যে জুতাও আছে, তবে জুতা পড়ে না এলেও ছাড় দেয়া হয়েছে। অন্তত শার্টটা পড়তে বলা হয়েছে।
তিনি বলেন, স্কুলে পৌছুঁতে আমার একটু দেরি হয়েছিল। আমি যাওয়ার আগে যারা দায়িত্বে ছিলেন তারা কয়েকজনকে ঢুকতে দেয়নি। পরে আমিসহ ছিলাম। কিন্তু অনেকে কেবল আমাকেই দায়ি করছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড্রেস সংক্রান্ত কোনো নির্দেশনা পাইনি। যে প্রস্তুতি মিটিং হয়েছিল সেখানেও কোনো আলোচনা হয়নি। ছাত্রীরা সবাই ড্রেস পড়ে এসেছে। কিন্তু কয়েকজন ছাত্র আসেনি। তাই শৃক্সখলার স্বার্থে গেইটে দায়িত্বপালনরত সব শিক্ষক মিলেই ড্রেস পড়ে না আসাদের ঢুকতে দেয়নি।












