লোহাগাড়ায় সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই তরুণকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ পাড়ার আবু তাহেরের পুত্র মো. ইয়াকুব (২০) ও একই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র মো. রায়হান (১৮)।
জানা যায়, বিদ্যালয়ের আসা–যাওয়ার পথে সুখছড়ি কামার দিঘীর পাড়স্থ সাইনবোর্ড এলাকায় প্রায় সময় ওই দুই তরুণ ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবগত করেন। প্রধান শিক্ষক উপজেলা ও থানা প্রশাসনকে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে দুই তরুণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে দুই তরুণকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।