স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, কক্সবাজারে যুবকের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারে এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় মোহাম্মদ সাইমুন প্রকাশ বখতিয়ার ছিদ্দিক প্রকাশ মোহাম্মদ সাইমুন সাহিম (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার বিকালে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্‌ উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের উত্তর নাপিতখালীর ছিদ্দিক আহমদের ছেলে। রায়ের সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। একই মামলায় আসামির মা ও ভাইসহ ৩ জনকে বেকসুর খালাস দেন আদালত।

আসামি পক্ষে ছিলেন এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী ও এডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দীন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ পিপি এডভোকেট বদিউল আলম সিকদার।

পিপি বদিউল আলম সিকদার বলেন, রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। তিনি জানান, ২০১৭ সালের ৫ ডিসেম্বর ইসলামপুরের মধ্যম নাপিতখালী এলাকার অপ্রাপ্ত বয়স্ক এক স্কুল ছাত্রীকে অপহরণ করে দীর্ঘ ৮ মাস ধরে ঢাকার কামরাঙ্গি চরের একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে দণ্ডিত আসামি মোহাম্মদ সাইমুন প্রকাশ বখতিয়ার ছিদ্দিক প্রকাশ মোহাম্মদ সাইমুন সাহিম। এ ঘটনায় ভিকটিমের পিতা আবুল মোজাফ্‌ফর নজিব বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। এরপর মামলাটির দীর্ঘ তদন্ত, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে গভীররাতে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধঅনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টের নির্দেশ