স্কুল ছাত্রকে কুপিয়ে আহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

লোহাগাড়ার বড়হাতিয়া

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় স্কুল ছাত্রকে কুপিয়ে আহতের ঘটনায় আমির হোসেন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বায়তুশ শরফ পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমির হোসেন একই এলাকার আজিজুর রহমানের পুত্র। গত মঙ্গলবার রাতে আহত স্কুল ছাত্র মোহাম্মদ আরমান (১৯) বাদী হয়ে ৪ জনকে এজাহারনামীয় আসামি করে থানায় মামলা রুজু করেন। তিনি একই এলাকার আবুল হোসেনের পুত্র ও বড়হাতিয়া আখতরাবাদ কে.এ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবত এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত। তাদের অন্যায় কাজে প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা গত ১১ জুলাই এলাকার জনৈক ইউনুছের মুদির দোকানের সামনে রাস্তায় স্কুল ছাত্র মোহাম্মদ আরমানকে গতিরোধ করে। এরপর তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এতে আরমান রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতাল থেকে ছাড়পত্র নেয়ার পর থানায় মামলা দায়ের করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই মো. রুহুল আমিন খাঁন বলেন, থানায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানির উৎস, মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধমহালছড়িতে দোকান বন্ধ রেখে ইউএনও’র অপসারণ দাবি