করোনাভাইরাস সংক্রমণ কমতে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি খুলে দেওয়া যায়, এমন মত জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গতকাল বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কমিটি এই মত জানায়। খবর বিডিনিউজের।
কমিটির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণ কমে এসেছে, এ অবস্থায় স্কুল খুলে দেওয়া যায়। ২১ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ, ২২ তারিখ থেকে তা খুলে দেবে। এদিন সকালে শিক্ষামন্ত্রী দীপু মনিও বলেছিলেন, এই মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে বলে তিনি আশাবাদী। কোভিড মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দিয়েছিল সরকার। পরে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলোও খুলেছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে শুরু করলে গত ২১ জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে। এরপর ছুটি বাড়তে বাড়তে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত গিয়ে ঠেকেছে।