সন্দ্বীপ পৌরসভার ৮ নং ওয়ার্ডে অবস্থিত ৩৩ নং কাজীরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা সদরের খুব নিকটেই অবস্থান এ বিদ্যালয়ের। নদী ভাঙ্গনের কারণে এটি কাজীরখিল থেকে পৌরসভার আদর্শপাড়ায় স্থানান্তরিত হয়। তবে দীর্ঘ ২০ বছরেও তৈরি হয়নি সড়ক থেকে স্কুলে যাওয়ার সেতু ও নিজস্ব কোনো চলাচলের পথ। আশপাশের বাড়ির চলাচলের রাস্তার উপর নির্ভর করে চলছে স্কুলটি। এছাড়া পাওয়ার হাউজ নামে পরিচিত তালতলী বাজারে অবস্থিত বিদ্যুতের সাবস্টেশন কেন্দ্রের সন্নিকটেই বিদ্যালয়টি। কিন্তু এটি এখনো জাতীয় গ্রিডের বিদ্যুতের আলোতে আলোকিত হয়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির বাবুল মেম্বার বলেন, কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে দিলেও স্কুলের নিজস্ব রাস্তার জন্য খালের উপর ব্রিজটি করে দেয়া হয়নি। প্রতিবারই আশ্বাসে সীমাবদ্ধ থাকছে ব্রিজ নির্মাণ প্রক্রিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্পনা রাণী বণিক আজাদীকে বলেন, আমাদের স্কুলের নিজস্ব চলাচলের কোনো পথ নেই। এছাড়া বর্ষায় হাটু পরিমাণ পানিতে ডুবে থাকে স্কুলের মাঠ। স্কুলের জন্য চলাচলের পথ না রেখে কীভাবে জায়গার মালিকের সাথে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করেছেন দলিল লেখকসহ সংশ্লিষ্টরা তা আমার বোধগম্য নয়। উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম বলেন, আমি সবেমাত্র সন্দ্বীপে যোগদান করেছি। সরেজমিনে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।