স্কুলে স্কুলে বই বিতরণ

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা বিদ্যালয় : মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ গতকাল সকালবেলা বিদ্যালয়ে নতুন বই বিতরণ করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও সভাপতি মোহাম্মদ নুরুল্লাহ নূরী। শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান শেষে শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষাবান্ধব পরিবেশ সুরক্ষা, শিক্ষক শিক্ষিকাদের মান উন্নয়ন ও অনুসাঙ্গিক বিষয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন তিনি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জিনাত জাহান ও নাজমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য মোরশেদুল আলম কাদেরী। সভাপতি বিদ্যালয় পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলীর মধ্যে মৌলানা মুজিবুর রহমান, সুপ্তি দাশ এবং অভিভাবকদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, রেজাউল করিম খোকন প্রমুখ বক্তব্য রাখেন। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আহতদের আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে বছরের প্রথমদিন ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়। পাশাপাশি আরো ৩৯টি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও নতুই বই বিতরণ করা হয়। গত বুধবার সকালে উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৩৩৬ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।

এ সময় কাঞ্চনাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনিছুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ, জীবন কানাই সরকার, তপন কুমার পোদ্দার, প্রধান শিক্ষক রহিমা আকতার, সহকারী শিক্ষক মুনমুন আকতার ফেরদৌস, মাছরুরা বেগম, মৌসুমী দাশ, মো. সোলাইমান, পাপিয়া সুলতানা, কাজী শফিউন নেছা, কাবেরি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণহানি রোধে ফটিকছড়ি মহাসড়কে ছিটানো হল পশুর রক্ত
পরবর্তী নিবন্ধদুর্নীতিবাজদের বহাল রেখে রাষ্ট্রব্যবস্থা বৈষম্যহীন করা সম্ভব নয়