ভারতের অরুণাচল প্রদেশের পাক্কে কেসাং জেলায় শিক্ষকের অভাব মেটানোর দাবিতে ৬৫ কিলোমিটার পদযাত্রা করেছে ছাত্রীরা। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের (কেজিবিভি) অন্তত ৯০ জন ছাত্রী রোববার রাত থেকে নায়াংনো গ্রাম থেকে হাঁটা শুরু করে সোমবার সকালে জেলা সদরদপ্তর লেম্মিতে পৌঁছান। খবর বিডিনিউজের।
পরনে নীল স্কুল ড্রেস, হাতে ব্যানার–পোস্টার। তাতে লেখা আছে তাদের দাবির কথা। ছাত্রীদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল “শিক্ষকবিহীন স্কুল মানে কেবল একটি ভবন মাত্র।
প্রতিবাদী ছাত্রীরা অভিযোগ করেন, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক না থাকায় পড়াশোনা ব্যাহত হচ্ছে। সেকারণে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নেতৃত্বে পদযাত্রা করে তারা অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছেন। প্রতিবাদী এই ছাত্রীদের অভিযোগ, স্কুলে শিক্ষক নিয়োগ করার জন্য একাধিকবার তারা স্কুল কর্তৃপক্ষ এবং উচ্চ শিক্ষা দপ্তরকে জানিয়েও কোনও সাড়া মেলেনি।