স্কুলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কা, শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে এক স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল বেপরোয়া গতির এক কাভার্ডভ্যান। গতকাল সোমবার সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়নের টেরিরিয়াল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ফাইম উপজেলার টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে দারোগারহাট লালানগর গ্রামের বৈদ্যপুকুর এলাকার মো. হারুনের একমাত্র ছেলে। তবে ফাইম ফেদায়নগরে তার নানা বাড়িতে থেকে পড়ালেখা করে আসছিল।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফাইম অন্যান্য দিনের মতো তার নানার বাড়ি ফেদায়নগর থেকে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী লেইনে একটি বেপরোয়া গতিতে আসা মিনি কাভার্ডভ্যান ফাহিমকে সজোরে ধাক্কা দিলে সে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির উদ্দিন বলেন, নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম ফাইম নবম শ্রেণির ব্যবসায়ী শাখার ফার্স্ট বয়। ফাহিম অনেক ভালো এবং মেধাবী শিক্ষার্থী। পড়ালেখার প্রতি তার মনোযোগ ছিল সবচেয়ে বেশি। তার মৃত্যুতে বিদ্যালয়ের ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয় জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, এই ঘটনায় মিনি কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের ৬ বছর পরও যৌতুক দাবি, না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধনগরীতে ভবন নির্মাণে ছাড় দেয়া ভূমি নিয়ে গোঁজামিল