রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলাম সহ মোট ৩৬ জন নিহত হন।
নিহতদের মধ্যে ২৮ জনই শিশু। এছাড়াও অন্তত ১৭১ জন ব্যক্তি আহত হন।এছাড়াও মাহেরিন চৌধুরী নামক একজন শিক্ষিকা, যিনি ২০–এর অধিক শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে আনেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার।










