ভারতের একটি স্কুলের প্রধান শিক্ষিকা মারধর করেছেন ওই প্রতিষ্ঠানের আরেক শিক্ষককে। দেরিতে আসার অভিযোগে এমন কাণ্ড ঘটান প্রধান শিক্ষক। ভুক্তভোগী শিক্ষকের নাম গুঞ্জন চৌধুরী। তিনি আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক–মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করেন। স্কুলের অধ্যক্ষ শুধু যে গুঞ্জনকে লাঞ্ছিত করেছেন, তা–ই নয়: তার বিরুদ্ধে জামাকাপড়ও টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর বাংলানিউজের।
ভিডিওতে দেখা যায়, কথা বলতে বলতে গুঞ্জনকে মারতে শুরু করেন অধ্যক্ষ। তার হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলেন গুঞ্জন। প্রধান শিক্ষক তার জামা টেনে ধরে রেখেছিলেন। মারধরের সময় তার ড্রাইভার এগিয়ে আসেন এবং তাদের আলাদা করার চেষ্টা করেন। অবশ্য, ড্রাইভারও গুঞ্জনের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।