স্কুলে টিকটক, তিন ছাত্রীকে বহিষ্কারের নোটিশ

চুনতি হাইস্কুল

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতি উচ্চ বিদ্যালয়ে টিকটক করায় তিন ছাত্রীকে বহিষ্কারের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী। তবে কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়নি, আইনশৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য অভিভাবকদের সঙ্গে নিয়ে তাদের স্কুলে আসতে বলা হয়েছে।

জানা যায়, বিদ্যালয়ের ভেতর টিকটক করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তিন শিক্ষার্থীর। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসলে অষ্টম ও নবম শ্রেণির ওই তিন ছাত্রীকে চিহ্নিত করে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়। এরপর থেকে ওই ছাত্রীরা বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার দাশ ছাত্রীদের বহিষ্কার করার অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযুক্ত ছাত্রীদেরকে তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন বিদ্যালয়ে এসব করার সাহস না পায়।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, চুনতি উচ্চ বিদ্যালয়ে টিকটক করায় তিন ছাত্রীকে বহিষ্কারের ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে অবগত করেনি। শ্রেণিকক্ষে বহিষ্কারের নোটিশ জারি করে থাকলেও পরবর্তীতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য নোটিশ দিতে বলা হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইনামুল হাছান জানান, টিকটক করায় বিদ্যালয়ের তিন ছাত্রীকে বহিষ্কারের বিষয়টি তার জানা নাই। শিক্ষার্থীদের আসলে এভাবে বহিষ্কারের নিয়ম নেই। কোনো শিক্ষার্থী বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে অভিভাবকদের ডেকে এনে অবগত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমলো ১ টাকা
পরবর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধারালো অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার