আনোয়ারায় স্কুল ক্যাম্পাসে নিয়মিত আড্ডা দেওয়া ও চুরির প্রতিবাদ করায় শিক্ষকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইসমাঈলের ওপর এ হামলা করা হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নে স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত শিক্ষক ইসমাঈল বাদী হয়ে মো. শফিক (২৬), মো. রফিক (২৩) ও সাইফুল (২৯) নামে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্থানীয় কিছু লোক প্রতিদিন স্কুল চলাকালীন ভবনের নিচে বসে আড্ডা ও উচ্চস্বরে অশুভনীয় কথাবার্তা বলে থাকে। যার ফলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটে। এ বিষয়ে অভিযুক্তদের বিদ্যালয়ে অভ্যন্তরে বসে এসব আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়। সপ্তাহ আগে বিদ্যালয় পরিদর্শনে আসলে আড্ডার বিষয়টি ইউএনওকে অবহিত করি। এরই রেশ ধরে গত রবিবার একদল দুস্কৃতকারী রাতের আধাঁরে বিদ্যালয়ের ফ্যান, বাল্বসহ প্রায় ৩৭ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরির বিষয়ে গতকাল স্থানীয় এবং অভিভাবকদের সাথে বৈঠক বসলে আলোচনা চলাকালীন সময়ে অভিযুক্তরা হামলা করে।
আনোয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষকের ওপর হামলার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।