স্কুলের সামনের সড়কে মুহূর্তেই লাশ হল ফুটফুটে শিশুটি

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকামুখী প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ৯ বছর বয়সী ছাত্রীটির নাম ফায়জাতুন নুর ফাবিয়া।

সে স্কুলটির চতুর্থ শ্রেণির ছাত্রী ও ১১ নম্বর ইউনিয়নের খেয়ার হাট এলাকার শেখ আলী পন্ডিত বাড়ির নুরুল করিম দুলালের মেয়ে। গতকাল বুধবার দুপুর ১টায় স্কুল থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে তার এই মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, সিডিএম বাসে করে চট্টগ্রাম থেকে মীরসরাই ফিরছিলাম।

গাড়ির জানলা দিয়ে দেখি মেয়েটি পূর্ব পাশ থেকে বিপরীত দিকে রাস্তা পার হচ্ছে। এমন সময় দ্রুতগতির এটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে সে ১৫-২০ হাত দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার নিথর মরদেহটি উদ্ধার করে।

পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল গনি জানান, ফাবিয়া খুব ভালো ছাত্রী ছিল। তার এমন মর্মান্তিক মৃত্যুতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সবাই ভেঙে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাপাতির কোপে কিশোরের পা হারানোর শঙ্কা
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালের গাইনী ওয়ার্ডে দালাল গ্রেপ্তার