স্কুলের দেয়ালের সাথে ধাক্কা লেগে চন্দনাইশে ১ ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। তার নাম মো. আরমান (১৯)। গতকাল মঙ্গলবার উপজেলার বাগিচাহাট এলাকার পশ্চিমে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা আরমান বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের আরিফশাহ পাড়া এলাকার মো. আবু হানিফের পুত্র মো. আরমান গতকাল মঙ্গলবার মটর সাইকেল চালিয়ে বাগিচাহাটের দিকে আসছিল। পথিমধ্যে সে খানদীঘি হাই স্কুলের সামনে আসলে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের দেয়ালের সাথে ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।










