স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, এক বছরের কারাদণ্ড যুবকের

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় রাজা মিয়া (২৪) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। দণ্ডপ্রাপ্ত রাজা মিয়া কঙবাজারের পেকুয়া উপজেলার শিলখালী এলাকার বাদশা মিয়ার পুত্র। তিনি পেশায় রিকশা চালক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাল পাড়া এলাকায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করতে থাকে এক বখাটে যুবক। এক পর্যায়ে স্কুলছাত্রীর পথরোধ করে জোরপূর্বক হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় স্কুলছাত্রী দৌঁড়ে পালিয়ে আত্মরক্ষা করে। পরে স্থানীয় লোকজন বখাটে যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। এ সময় উপস্থিত লোকজনের সাক্ষ্য গ্রহণ ও অভিযুক্ত যুবক দোষ স্বীকার করায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে সাজা পরোয়ানার মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণের জন্য থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। একইদিন তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
পরবর্তী নিবন্ধলাইসেন্স ও ট্রেডমার্ক না থাকায় প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ