স্কাউট আন্দোলন জোরদার করতে হলে স্কাউটিং শিক্ষার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং শিক্ষার্থীদের শিক্ষামূলক নানা কর্মসূচির মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও স্কাউট ডেন সমূহে একটি স্কাউট পাঠাগার থাকা জরুরি। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে জ্ঞান ও তথ্য অর্জন করতে পারে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে সহায়ক। স্কাউট আন্দোলনের মতো একটি আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করতে হলে নিজেকে সেভাবে তৈরী করতে হয়। এজন্যে হাতে কলমে শিক্ষার পাশাপাশি কিছু বই পুস্তকের জ্ঞানও চর্চা করা দরকার। আদর্শ নাগরিক গঠনে স্কাউটিং শিক্ষার গুরুত্ব অপরিসীম যা অত্যন্ত গভীর ও কার্যকর। কারণ স্কাউটিং শুধু বইয়ের শিক্ষা নয়, চরিত্র, শৃঙ্খলা ও সেবামূলক মনোভাব গঠনের মাধ্যমে একজন মানুষের নৈতিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করে। বর্তমান প্রেক্ষাপটে আদর্শ রাষ্ট্র গঠনে স্কাউট আন্দোলনের মৌলিক বিষয় সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিপি স্কাউটিং এর আদর্শ, চেতনা, ধারণার ক্রমাগত ব্যাখ্যা ও অনুশীলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তাঁর চিন্তাধারার ব্যাখ্যা ক্রমাগতভাবে চলে আসছে যার ফলে বিপির শিক্ষা আজও অম্লান ও গতিশীল। স্কাউটিং মৌলিক উপাদানের উপর নির্ভর করে আছে যেমন, স্কাউটিংয়ে উদ্দেশ্য– স্কাউটিংয়ের নীতিমালা এবং পদ্ধতির দিকনির্দেশনা প্রদান করে থাকে। এভাবে প্রত্যেক সমাজের চাহিদার নিরিখে স্কাউটিং বিভিন্ন দেশে বিভিন্ন ধাঁচে পরিচালিত হয়ে আসছে। স্কাউটিং হচ্ছে এমন একটি প্রশিক্ষণ প্রক্রিয়া যার মাধ্যমে কোমলমতি শিশু–কিশোরদের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে (ষষ্ঠক/উপদল) পর্যায়ক্রমে বা ধাপে ধাপে প্রশিক্ষণ দিয়ে যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। শিশু–কিশোর ও যুবদের জন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি স্কাউটিং একটি সম্পূরক শিক্ষাব্যবস্থা। তাদের চাহিদার প্রতি লক্ষ রেখে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ ও ব্যক্তিজীবনে তার ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে তাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলির বিকাশ ঘটে। স্কাউটিং শিশু–কিশোর ও যুবদের আত্মমর্যাদাবান, আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, উচ্চ মনোবলসম্পন্ন, অপরের প্রতি শ্রদ্ধাশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলে। স্কাউটিংয়ের মূলনীতি তিনটি হলো: ১. স্রষ্টার প্রতি কর্তব্য পালন ২. অপরের প্রতি কর্তব্য পালন ৩. নিজের প্রতি কর্তব্য পালন, এগুলো স্কাউটিংয়ের ভিত্তি মূলনীতি, যা একজন স্কাউটের জীবন ও কর্মে নির্দেশনা দেয়। এখন বাংলা ভাষায় স্কাউটিং শিক্ষার জন্যে বেশ কিছু পুস্তক ও নির্দেশিকা পাওয়া যায়, যা বাংলাদেশ স্কাউটস ও অন্যান্য প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত। নিচে কিছু উল্লেখযোগ্য বইয়ের তালিকা দেয়া হলো: ১) স্কাউট হ্যান্ডবুক (কাব, স্কাউট ও রোভারদের জন্য পৃথকভাবে), ২)স্কাউট প্রশিক্ষণ নির্দেশিকা ; ৩) গাইডদের জন্য প্রশিক্ষণ হ্যান্ডবুক; ৪) স্কাউটিং ফর বয়েজ ; ৫) স্কাউট নেতাদের জন্য গাইডলাইন; ৬) রোভার স্কাউটিং হ্যান্ডবুক; ৭) স্কাউটদের জন্য পরিবেশ শিক্ষা বই; ৮) সম্মিলিত কার্যক্রম ও স্কাউট ক্যাম্পের গাইডলাইন; ৯) রোভারিং টু সাকসেস ; ১০) এইডস টু স্কাউটিং ; অন্যান্য প্রকাশনা বা লেখকের বই: ১) স্কাউটিং: ইতিহাস ও কর্মপদ্ধতি’ অজয় কুমার সেন। ২) রোভার স্কাউটিং ও সমাজসেবা ৩) কাব স্কাউট ম্যানুয়াল’ ৪) বিপি–র জীবনী (স্কাউটিং এর প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল); ৫) স্কাউটিং গান ও শ্লোগান সংকলন। কোথায় পাওয়া যায়: ১. বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর, কাকরাইল, ঢাকা। ২. জেলা ও উপজেলা স্কাউট অফিস। ৩. বাংলা একাডেমি বইমেলা। ৪. বইয়ের দোকান (বিশেষত শিশু–কিশোর ও শিক্ষামূলক বই বিক্রেতা)। ৫. অনলাইন বুকশপ (রকমারি, পাঠক সমাবেশ ইত্যাদি)। বাংলা ভাষায় স্কাউটিং শিক্ষার জন্য প্রাথমিক থেকে রোভার পর্যন্ত পর্যায়ভিত্তিক অনেক পুস্তক রয়েছে। এসব বই শুধু স্কাউটদের দক্ষতা নয়, বরং নেতৃত্ব, শৃঙ্খলা, নফতিকতা ও দেশপ্রেম গড়তেও সহায়তা করে। প্রয়োজনে নির্দিষ্ট স্তরের (কাব, স্কাউট, রোভার) জন্য আলাদা বই সাজেস্ট করা যেতে পারে। স্কাউটিংয়ের স্তরভিত্তিক বাংলা ভাষায় পুস্তকের সাজেশন নিচে দেওয়া হলো: কাব স্কাউট (৬–১১ বছর): ১) কাব স্কাউট প্রোগ্রাম এবং স্তর ভিত্তিক বই বাংলাদেশ স্কাউটস ২) কাব স্কাউট গেম ও গানু শিশুদের উপযোগীভাবে প্রস্তুত ৩) কাব স্কাউট ধর্মপুস্তকু ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ইত্যাদির জন্য পৃথক। স্কাউট (১১–১৭ বছর): ১) স্কাউট প্রোগ্রাম এবং স্তরভিত্তিক বইু বাংলাদেশ স্কাউটস; ২) স্কাউট দক্ষতা বিষয়ক বই (প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয় স্তর); ৩) আউটডোর অ্যাক্টিভিটি গাইড ৪) বিপি–র জীবনী (ব্যাডেন পাওয়েল)ু অনুপ্রেরণামূলক ৫)স্কাউট গেম, কুইজ ও গান সংকলন। রোভার স্কাউট (১৭+): ১) রোভার স্কাউট প্রোগ্রাম ও স্তর ভিত্তিক বই বাংলাদেশ স্কাউটস ; ২) রোভার সমাজসেবা ও নেতৃত্বু রোভারদের জন্য উন্নত পাঠ; ৩) কর্মজীবনে স্কাউটিং প্রয়োগ নৈতিকতা, নেতৃত্ব ও কর্মদক্ষতা বিষয়ক; ৪) কমিউনিটি স্কাউটিং গাইডলাইন। অতিরিক্ত সহায়ক বই: ১. প্রশিক্ষকদের জন্য স্কাউট লিডার ম্যানুয়াল ২. স্কাউট ক্যাম্প ও শারীরিক কৌশল ৩. স্কাউটদের জন্য পরিবেশ শিক্ষা ৪. মুক্ত স্কাউট দল গঠন ও পরিচালনা ইত্যাদি। ৫. গঠন ও নিয়ম (বাংলাদেশ স্কাউটস)। ৬. এসো স্কাউট হই– মাহবুবুল আলম। ৭.স্কাউটদের জন্যে গান– মাহবুবুল আলম। ৮. লর্ড ব্যাডেন পাওয়েল – স্কাউট মাস্টার সহায়িকা। অনুবাদ – মাহবুবুল আলম; ৯. কোমল পদ– এ বি এম আব্দুল অদূদ। ১০. ট্রুপ পরিচালনা – বাংলাদেশ বয় স্কাউট সমিতি। ১১.বয় স্কাউট – বাংলাদেশ স্কাউটস। ১২. শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট, প্রেসিডেন্ট রোভার স্কাউট ও কায়েদ–ই– আযম‘স স্কাউট পরিচিতি – বাংলাদেশ স্কাউটস। বাংলাদেশ স্কাউটস–এর কিছু বাংলা প্রকাশনা পাওয়া গেছে, যা অনলাইনে ডাউনলোড করার সুযোগ রয়েছে। নিচে সেইগুলোর নাম ও উৎস দেওয়া হলো: বাংলা স্কাউট প্রকাশনাসমূহ: ১. প্রশিক্ষণ ম্যানুয়াল–২০২১ বাংলাদেশ স্কাউটস ২. স্কাউটিং দল গঠন ও পরিচালনা সহায়িকা–দল গঠন সম্পর্কে নির্দেশিকা ৩. প্রশিক্ষণ হ্যান্ডবুক–০১ (বাংলাদেশ স্কাউটস) স্কাউট প্রশিক্ষণ সংক্রান্ত বইগুলোর প্রথম খণ্ড ৪. প্রশিক্ষণ হ্যান্ডবুক–০২ (বাংলাদেশ স্কাউটস) উপরের মতোই, দ্বিতীয় খণ্ড ৫. ওরিয়েন্টেশন বুকলেট নতুন সদস্যদের জন্য পরিচিতিমূলক বই। বাংলাদেশ স্কাউটস এর কিছু বাংলা প্রকাশনা ও ডাউনলোড লিঙ্ক: প্রশিক্ষণ ম্যানুয়াল ২০২১; স্কাউটিং দল গঠন ও পরিচালনা সহায়িকা; প্রশিক্ষণ হ্যান্ডবুক ০১ ও ০২; ওরিয়েন্টেশন বুকলেট নতুন সদস্যদের জন্য; এগুলো বাংলাদেশ স্কাউটস এর অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সহজেই ডাউনলোড ও সংগ্রহ করা যায়। বাংলাদেশ স্কাউটসের প্রায় ৩০টি প্রকাশনা রয়েছে। বাংলাদেশ স্কাউটস থেকে প্রতি মাসে অগ্রদূত নামে একটি পত্রিকা প্রকাশিত হয় এবং বাংলাদেশ টেলিভিশনে অগ্রদূত নামে একটি অনুষ্ঠান নিয়মিত সম্প্রচার করা হয়। বাংলাদেশ স্কাউটসের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত স্কাউট শপে স্কাউটিং সংক্রান্ত বিভিন্ন ধরনের ব্যাজ, স্কার্ফ, ওয়াগল, বই, পুস্তিকাসহ প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আশা করি এই সংক্ষিপ্ত তালিকা ও তথ্যগুলো স্কাউটিং শিক্ষায় আগ্রহীদের জন্য উপকারী হবে। উপরে উল্লেখিত বই গুলো ছাড়াও স্কাউটিং শিক্ষার জন্য আরো বহু বই, পুস্তক, জার্নাল রয়েছে। এসব বই ছাড়াও গান, কবিতা, ফার্স্ট এইড, কমিউনিটি পুলিশিং, বেসামরিক প্রতিরক্ষা, শরীরচর্চা সহ নানাবিদ প্রশিক্ষণমূলক বই পুস্তক এ ধরনের পাঠাগারকে সমৃদ্ধ করতে পারে।
লেখক: আইনবিদ, প্রেসিডেন্ট স্কাউট (ফার্স্ট ব্যাচ), মহাসচিব, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ।