বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার ১৯তম কাউন্সিল সভায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাঁশখালী উপজেলার রায়ছড়া প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান রফিকুল ইসলাম।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তিনি ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মলয় কুমার দে পেয়েছেন ৫৪ ভোট।
এদিন সহ-সভাপতি (মুক্ত দল) পদে আবুল কালাম আজাদ ৬৭ ভোট, সম্পাদক পদে সেলিম উদ্দীন ৭৪ ভোট ও যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ ফরহাদ হোসেন ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি (স্কাউট শাখা) পদে মো. ইলিয়াছ, সহ-সভাপতি (কাব স্কাউট শাখা) ইকবাল হুসাইন, লিডার ট্রেইনার প্রতিনিধি (স্কাউট শাখা) মোহাম্মদ সোলায়মান এএলটি, সহকারী লিডার ট্রেইনার প্রতিনিধি (স্কাউট শাখা) নুরুল ইসলাম এএলটি ও (কাব স্কাউট শাখা) সৈয়দা ফেরদৌস সুলতানা এএলটি।
পদাধিকার বলে এ জেলা স্কাউটসের সভাপতি জেলা প্রশাসক ফরিদা খানম, সহ-সভাপতি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান দায়িত্ব পালন করবেন।