সিআরসিডি মুক্ত রোভার স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউটস ওন এবং ৭ম জাতীয় কমডেকায় অংশগ্রহণকারী রোভার স্কাউটদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান গত ১৩ মার্চ অনুষ্ঠিত হয়। রোভার পারভেজ সরকারের সঞ্চালনায় ও গ্রুপ সম্পাদক মোহাম্মদ এনামের সভাপতিত্বে এতে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ও দিঘীনালা সরকারি কলেজের অধ্যাপক মো. দুলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিআরসিডি মুক্ত রোভার স্কাউট দলের গ্রুপ কমিটির সদস্য মো. মোন্তাজির মাহমুদ জিসান। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রোভারের প্রাক্তন সিনিয়র রোভার মেট প্রতিনিধি স্কাউট লিডার মো. গিয়াস উদ্দিন, গার্ল ইন রোভার দলের রোভার স্কাউট লিডার সাবিনা আক্তার প্রিয়া, রোভার হাসান আল মেহেরান, রোভার আশরাফুল ইসলাম, রোভার হৃর্তিক দেওয়ানজি, রোভার মো. ইমন, রোভার শাহাদাত হোসেন, রোভার তানজিম, রোভার তামিম, রোভার আকিব ও রোভার হামেদ হোসাইন প্রমূখ। প্রধান স্কাউট ব্যক্তিত্ব তাঁর বক্তব্যে বলেন, স্কাউটস ওনের মাধ্যমে রোভারদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। ওনের মাধ্যমে রোভারদের আধ্যাত্মিক মনোভাব গড়ে তোলে। অনুষ্ঠানে ৭ম জাতীয় কমডেকার সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। পরে রোভারদের পরিবেশনায় কোরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসুল (দঃ), উপাখ্যান ও ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।