স্কাউটসের জাতীয় প্রোগ্রাম মূল্যায়ন ওয়ার্কশপ

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের উদ্যোগে জাতীয় সদর দফতরের শামস হলে গতকাল মঙ্গলবার দিনব্যাপী জাতীয় প্রোগ্রাম মূল্যায়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবিএম আব্দুস সাত্তার, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্কশপ পরিচালক ও বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার এবং এশিয়া প্যাসিফিক রিজিওনাল (এপিআর) স্কাউট কমিটির নির্বাচিত সদস্য মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ এবং পরিচালক, মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা, প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। উপস্থিত ছিলেন মো. শামসুল হক, নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব), বাংলাদেশ স্কাউটস।

জাতীয় প্রোগ্রাম মূল্যায়ন ওয়ার্কশপে অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ স্কাউটসের আওতাধীন অঞ্চলসমূহ থেকে আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম), আঞ্চলিক সম্পাদক, জেলা রোভার স্কাউট লিডার, জেলা স্কাউট লিডার, জেলা কাব স্কাউট লিডার, জাতীয় সদর দফতরে কর্মরত প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভবৃন্দসহ সর্বমোট ১৮০ জন স্কাউটার উপস্থিত ছিলেন।

জাতীয় প্রোগ্রাম মূল্যায়ন ওয়ার্কশপে জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৬ মাসের প্রোগ্রাম কার্যক্রমের বাস্তবায়ন পরিস্থিতি উপস্থাপন এবং প্রোগ্রাম বিভাগের বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করা হয়। উপজেলা স্কাউটস, জেলা স্কাউটস ও আঞ্চলিক পর্যায়ে অ্যাওয়ার্ড মূল্যায়ন আয়োজন ও বাস্তবায়ন নিশ্চিতকরণ, অ্যাওয়ার্ডের গুনগত মান উন্নয়ন বৃদ্ধিতে করণীয় বিষয়ে সেশন পরিচালিত হয়। ওয়ার্কশপে প্রয়োজনীয় একটি পোর্টাল নিয়ে আলোচনা করা হয়। এই পোর্টালের মাধ্যমে উপজেলা, জেলা ও অঞ্চলের শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড আবেদন করা যাবে।

জাতীয় প্রোগ্রাম ওয়ার্কশপে ইয়ুথ প্রোগ্রামে স্কাউট বয়সী ছেলেমেয়েদের অধিকতর সম্পৃক্তকরণের কৌশল নির্ধারণ এবং ইয়ুথ প্রোগ্রাম যুগোপযোগী ও আধুনিকীকরণে করণীয় বিষয়ে গ্রুপ ওয়ার্ক করা হয়। ইয়ুথ ইনভলমেন্ট পলিসি বাংলাদেশে বাস্তবায়ন বিষয়ে গ্রুপ ওয়ার্ক করা হয়। নিয়মিত প্যাক মিটিং, ট্রুপ মিটিং ও ক্রু মিটিং বাস্তবায়ন ও মনিটরিং কৌশল নির্ধারণ করা হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী প্রোগ্রাম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে সেসন পরিচালিত হয়। ওয়ার্কশপের সুপারিশমালা উপস্থাপন ও চূড়ান্তকরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির প্রথম বার্ষিক সাধারণ সভা ১৬ জানুয়ারি
পরবর্তী নিবন্ধগাউছিয়া হক ভান্ডারী ইসলামিক ইনস্টিটিউট দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ