লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং ও সিসিটি টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়া বন্ধ করার দাবিতে গতকাল রোববার চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সমাবেশ থেকে এ দাবিতে আগামী ২৬ নভেম্বর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আহূত চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচির প্রতি বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার পক্ষ থেকে পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়। একইসাথে ৪ ডিসেম্বর বাম গণতান্ত্রিক জোট আহূত যমুনা ঘেরাও কর্মসূচিও সফল করার আহ্বান জানানো হয়।
বিকালে নগরীর পুরাতন স্টেশন চত্বরের সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শফি উদ্দিন কবির আবিদ। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি অশোক সাহা, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয় ও বাসদ নেতা আহমদ জসিম।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিদেশি কোম্পানিকে লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল ইজারা দিয়ে যে দীর্ঘমেয়াদি ও গোপন চুক্তি মাত্র দুই সপ্তাহে অন্তর্বর্তী সরকার করল, তা গণঅভ্যুত্থানের সাথে চরম বিশ্বাসঘাতকতা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা পূরণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার শেষ নেই। অন্তর্বর্তী সরকারের কোনো দীর্ঘমেয়াদি চুক্তি করার অধিকার নেই। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার চক্রান্ত জনগণ রুখে দেবে। নেতৃবৃন্দ লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার চুক্তি বাতিল ও চুক্তির শর্ত জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান। একইসাথে নিউমুরিং টার্মিনাল ও মোংলা বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার তৎপরতা রুখে দিতে আন্দোলন জোরদার করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












