স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন গ্রেপ্তার

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনকে স্কটিশ ন্যাশনাল পার্টিতে (এসএনপি) আর্থিক অনিয়মের চলমান তদন্তের আওতায় গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসি জানায়, তাকে একজন সন্দেহভাজন হিসাবে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং গোয়েন্দারা তাকে জেরা করছেন বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এর আগে গত এপ্রিলে স্টার্জেনের স্বামী ও এসএনপি’র সাবেক প্রধান পিটার মুরেলকে এই আর্থিক অনিয়মের তদন্তের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। খবর বিডিনিউজের।

এবার স্টার্জেনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হল। স্টার্জেন তদন্তে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। রোববার স্টার্জেনকে আটক করার ব্যাপারে এসএনপি কোনও মন্তব্য করেনি। এর আগে গত ৫ এপ্রিলে মুরেল এবং স্টার্জেনের গ্লাসগোর বাড়ি এবং এডিনবরায় এসএনপি এর সদরদপ্তরে পুলিশ হানা দিয়েছিল। বাড়িটি টেপ দিয়ে সিলও করে দেওয়া হয়।

নিকোলা স্টার্জেন গত মার্চ মাসে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। তার জায়গায় নতুন ফার্স্ট মিনিস্টার হন হামজা ইউসেফ। ২০২১ সালের জুলাইয়ে স্কটল্যান্ড পুলিশ স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)’র তহবিলের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। দলটিতে আসা অনুদানের অর্থ কীভাবে ব্যবহার হয়েছে তা নিয়ে অভিযোগ আসার পর তদন্ত শুরু হয়।

স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে প্রচার চালানোর জন্য সংগ্রহ করা অর্থ কী হয়েছে প্রশ্ন ওঠে সেটি নিয়ে। দাতারা দাবি করেন, ২০১৭ এবং ২০১৯ সালে স্বাধীনতার পক্ষে প্রচার চালানোর জন্য এসএনপিকে দেওয়া লাখ লাখ পাউন্ড দলটি অন্য কিছুতে ব্যয় করেছে। সাত জনের অভিযোগ আসার পর কৌঁসুলিদের সঙ্গে আলোচনা করে তদন্ত শুরু করা হয়। স্কটল্যান্ডের তৎকালীন ফার্স্ট মিনিস্টার স্টার্জন তখন বলেছিলেন, পার্টির তহবিলের বিষয়ে তার কিছু জানা ছিল না।

পূর্ববর্তী নিবন্ধঅভিযোগ ‘হাস্যকর ও ভিত্তিহীন’: ট্রাম্প
পরবর্তী নিবন্ধতুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণ, নিহত ৫