বিশাল লক্ষ্য তাড়ায় নেমে নিউজিল্যান্ডকে ভয় পাইয়ে দিয়েছিল স্কটল্যান্ড। তবে লড়াই করেও কিউইদের অভিজ্ঞতার কাছেই হেরেছে কাইল স্কটল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বুধবার ১৬ রানে জিতেছে নিউজিল্যান্ড। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় কিউইরা। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে স্কটিশরা। এই নিয়ে ৩ ম্যাচে ২ জয়ে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের তিনে আছে নিউজিল্যান্ড। স্কটিশরা টানা ৩ হারে সেমির লড়াই থেকেই ছিটকে গেছে। ফলে লড়াইটা এখন কার্যত ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যেই সীমাবদ্ধ। স্কটল্যান্ডের শুরুটা অবশ্য ধীরগতির ছিল। জর্জ মানসে ও অধিনায়ক কাইল কোয়েটজারের ওপেনিং জুটিতে আসে ২১ রান। কোয়েটজার ১১ বলে ১৭ রান করে আউট হন। এরপর ৪৫ রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন মানসে ও ম্যাথু ক্রস। তবে এই জুটিতেও রান আসে ধীরগতিতে। মান্্সে ১৮ বলে ২২ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। মান্্সের পর বেশিক্ষণ টিকতে পারেননি ক্রসও (২৭)। কলাম ম্যাকলাওডের ইনিংসও থামে ১২ রানেই। ১৪.৫ ওভারে তখন ৪ উইকেট হারিয়ে স্কটিশদের সংগ্রহ ১০২ রান।