সৌর বিদ্যুৎ প্রকল্পের মধ্যে বাতিল করা ১২টি প্রকল্পে পুনঃদরপত্রের মাধ্যমে আগের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ কেনার সুযোগ পেয়েছে সরকার। গতকাল মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে এসব প্রকল্পের বিদ্যুতের দাম অনুমোদন করা হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
দুর্নীতির মাধ্যমে ব্যবসায়ীদের বাড়তি সুবিধা দিতে বিদ্যুৎ, জ্বালানি দ্রুত সরবরাহ আইনের আওতায় অনুমোদন হওয়া ৩৪টি সৌর বিদ্যুৎ প্রকল্প গত বছর বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার। বাতিল হওয়া এসব প্রকল্পের প্রতিটি থেকে এখন ২ থেকে ৩ সেন্ট কম দরে বিদ্যুৎ কেনার কথা বলেছেন উপদেষ্টা। খবর বিডিনিউজের।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আজকে (মঙ্গলবার) সৌর বিদ্যুতের ১২টা প্রকল্প অনুমোদন করা হয়েছে, যেখান থেকে ৯৯৮ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। আগে ২০১০ সালের বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইনের অধীনে মূল্য ঠিক করা ছিল। যেহেতু আইনটা বাতিল হয়ে গেছে সেজন্য প্রকল্পগুলোও বাতিল হয়েছিল। কারণ আমাদের ধারণা ছিল যে এগুলোর দাম বেশি। ১২টা প্রকল্পের প্রতিটিতেই ২ থেকে ৩ সেন্ট দাম কম পেয়েছি।












