সৌরভ দাশের আলোকচিত্র প্রদর্শনী ‘দৃষ্টিতে সৃষ্টি’

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারি মিলনায়তনে শুরু হয়েছে আলোকচিত্রী সৌরভ দাশের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘দৃষ্টিতে সৃষ্টি’। দুদিনব্যাপী এ আয়োজনে স্থান পেয়েছে তার ক্যামেরায় ধরা নির্বাচিত আলোকচিত্র। স্লো শার্টারে তোলা ছবিগুলোতে স্থিরতা ও গতির মেলবন্ধনে তুলে ধরা হয়েছে মানুষ, সময় ও প্রকৃতির নানা চিত্র। সৌরভ দাশ বলেন, এই প্রদর্শনী কেবল ছবি দেখার আয়োজন নয়; এটি দেখার অভ্যাসকে প্রশ্ন করার, আলো ও সময়ের সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে ভাবার আয়োজন। প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কবি ও সাংবাদিক আবুল মোমেন, চিত্রশিল্পী ও আলোকচিত্রী শোয়েব ফারুকী, বাফার সাবেক সহসভাপতি খায়রুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার নামে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করল মোস্তফা হাকিম ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে বরণ ও বিদায়