সৌরভের বুকে বসানো হলো দুটি রিং

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বুকে দু’টি রিং বসানো হয়েছে। দেবী শেঠি, অশ্বিন মেহাতা, আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মন্ডলের সহযোগিতায় অ্যাপোলো হাসপাতালে রিং দু’টি বসানো হয় সৌরভের। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। অ্যাপোলো হাসপাতালে পাঁচ ডাক্তার সৌরভ গাঙ্গুলীর হৃদযন্ত্রের ধমনিতে দুটি রিং বসান। তিনি ভালো আছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। সৌরভ গাঙ্গুলীকে দেখে হাসপাতাল থেকে বের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সৌরভ ভালো আছে। এটা আমাদের কাছে খুশির খবর। তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই আমরা চাই। এর আগে দেবী শেঠির তত্ত্বাবধানে বিকেল ৩টা নাগাদ সৌরভের এনজিওগ্রাম হয়।
সেখানেই ঠিক করা হয় দু’টি রিং বসানোর বিষয়টি। পৌনে পাঁচটার মধ্যে তার শরীরে বসানো হয় রিং।

পূর্ববর্তী নিবন্ধফেব্রুয়ারির মধ্যেই ভ্যাকসিন পাবে ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধটেস্টেও ক্যারিবীয় বধের প্রস্তুতি শুরু টাইগারদের