হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সৌরভ গাঙ্গুলী। তার খোঁজ নিয়েছেন অনেকেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাসপাতালে খোঁজ নিয়ে গেছেন প্রিন্স অব কলকাতার। এবার সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিলেন দেশটির প্রধানমন্ত্রী মোদি। তিনি এ সময় গাঙ্গুলীর স্ত্রী ডোনার সঙ্গেও কথা বলেছেন। প্রয়োজনে যে কোনও ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সৌরভের বর্তমান অবস্থা সন্তোষজনক। তিনটি স্টেন্ট বসানো হলেও আপাতত বাইপাসের প্রয়োজন নেই। তার চিকিৎসকরা জানিয়েছেন, স্বাভাবিক রয়েছে সব কিছু। সৌরভের চিকিৎসার তদারকিতে গঠিত হয়েছে ১০ সদস্যের কমিটি। যারা সোমবার ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেই সিদ্ধান্ত নেবেন, গাঙ্গুলীর আর কোনও অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা।











