সৌম্য, শুভাগতের দেড়শো রানের ইনিংস

লেগ স্পিনার রিশাদের ৫ উইকেট

| মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে থামে ৪৮১ রানে। সোমবার দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ৯২ রান। ফিফটি করে অপরাজিত আছেন পিনাক ঘোষ। প্রথম দিনের সেঞ্চুরির ইনিংস বেশিদূর টেনে নিতে পারেননি সৌম্য সরকার। বাঁ হাতি ব্যাটসম্যান থামেন দেড়শ ছুঁয়েই। ২৯২ বলে ১৫০ রানের ইনিংস খেলেন সৌম্য। আসরে তিন ম্যাচে তার দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসটি গড়া ১২ চার ও ৩ ছক্কায়। দেড়শ রানের দারুণ ইনিংস খেললেন শুভাগত হোমও। ২১১ বলে ১৮টি চারে ১৫২ রান করেন অধিনায়ক শুভাগত। তাদের ব্যাটে ওয়ালটন মধ্যাঞ্চল পায় বড় সংগ্রহ। এর মাঝেই বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন আলো ছড়ান ৫ উইকেট নিয়ে। প্রথম দুই রাউন্ডে দল না পাওয়া রিশাদ আসরে প্রথমবার খেলতে নেমেই ৩৪.৫ ওভারে ১২৯ রানে ৫ উইকেট নিয়ে দেখালেন সামর্থ্যের ঝলক। ১৯ বছর বয়সী বোলার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে দ্বিতীয়বার পেলেন এই স্বাদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৪ উইকেটে ২৯৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে মধ্যাঞ্চল। প্রথম দিন ১২৮ রানে অপরাজিত সৌম্য দেড়শতে পা রাখেন ২৮৮ বলে। এরপরই তাকে এলবিডব্লিউ করে থামান অফ স্পিনার নাহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে দল পাননি আশরাফুল-নাসির-বিপ্লব
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ক্রিকেট লিগকে ঢাকা লিগ বানিয়ে দিল সিজেকেএস