করোনাভাইরাস আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সৌমিত্রের প্রস্টেট ক্যান্সার ফুসফুস ও মস্তিষ্কেও ছড়িয়েছে। মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। তাতে ৮৫ বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
কয়েকদিন অসুস্থ থাকার পর চিকিৎসকদের পরামর্শে নমুনা পরীক্ষায় এক সপ্তাহ আগে তার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর এ বর্ষিয়ান অভিনেতাকে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়। এরপর শুক্রবার থেকে তার অবস্থার অবনতি হওয়া শুরু হয়। দ্বিতীয় বার প্লাজমা থেরাপি দেওয়ার পর সৌমিত্রর শরীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে মেডিকেল বুলেটিনে তার অস্থিরতা বাড়ার, মাঝে মাঝে বিভ্রান্তি ও উত্তেজিত হয়ে পড়ার কথা জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরেই ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যা রয়েছে সৌমিত্রর। গতবছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালেও থাকতে হয়েছিল তাকে। মহামারীর কারণে গত কয়েক মাস টালিগঞ্জে শুটিং বন্ধ ছিল। সমপ্রতি শুটিং শুরু হলে সৌমিত্র চট্টোপাধ্যায়ও কাজে ফিরেছিলেন। তাকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রেই ভারতীয় বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেতা কাজ করছিলেন। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সৌমিত্রের শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নেই। তবে চিকিৎসকদের আশা, ওষুধের মাধ্যমে তা নিয়ন্ত্রণে চলে আসবে। আজ বুধবার নতুন করে করোনা পরীক্ষাও করা হবে সৌমিত্রের।