সৌমিত্রের মস্তিষ্কের চেতনা কমেছে

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:৪০ পূর্বাহ্ণ

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু হুট করে ফের তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, সৌমিত্রের স্টেরয়েডের ডোজ কমানোর কারণে আগের চেয়ে তার আচ্ছন্ন ভাবটা বেড়েছে এবং মস্তিষ্কের চেতনাও কমেছে। খবর বাংলানিউজের।
এমন অবস্থায় বর্ষীয়ান অভিনেতার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে নতুন করে ৫ স্নায়ুরোগ বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত সৌমিত্রের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। তাকে নিয়ম করে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছিল। এছাড়া তার মন চাঙ্গা রাখতে গান শোনানো হয় এবং গল্প শোনানোর কথাও ভাবছিলেন চিকিৎসকরা। আচ্ছন্ন ভাব থাকলেও চোখ খুলে তাকাচ্ছিলেন তিনি। কেউ ডাক দিলে তাতেও সাড়া দিচ্ছেন এই অভিনেতা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর থেকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সৌমিত্র। এরই মধ্যে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে একেবারে সুস্থ হয়ে উঠেননি তিনি। তাই নানাভাবে তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে জোরদার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধপূজায় হৈমন্তী রক্ষিতের দুই গান
পরবর্তী নিবন্ধঅ্যাকশন সিনেমায় আদর আজাদ