সৌন্দর্য মানে অপার মুগ্ধতা। সেই মুগ্ধতা থেকেই প্রাণে জাগায় ভালোবাসা। আর সেই ভালোবাসার অনন্য ভূমিকায় রয়েছে বিধাতার অপরূপ সৃষ্টি নারী। মোহনীয় রূপ, প্রশান্তির ঠিকানা আর নিখাদ প্রেম ভালোবাসার আধার নারী। নারীর সৌন্দর্য গুণে পুরুষ প্রেমে পড়েনি এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। নারীর সৌন্দর্যে শুধু মর্তবাসী নয় স্বর্গের দেবতারা পর্যন্ত মুগ্ধ। নারী কেবল তার দৈহিক রূপে নয়, তারা জ্ঞান, বুদ্ধিতেও সৌন্দর্য প্রকাশের ক্ষমতা রাখে। নারী ব্যতীত পৃথিবীর সৌন্দর্য ম্লান হয়ে যায়। নারী তার সুন্দর ব্যবহার, সেবাপরায়ণতা, সহনশীলতা, ভালোবাসা ও সুশৃঙ্খল জীবন যাপনের মধ্যে দিয়ে তাদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলেন। নারী ছাড়া প্রতিটি গৃহই সৌন্দর্যহীন। একটি পরিবারকে সুন্দরভাবে সাজিয়ে রাখার মধ্যে দিয়ে নারীর সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে। সর্বোপরি, নারীরা ঘরে বাইরে শালীন আচরণ, সুন্দর ব্যবহার, রমণীয় ও মানবীয় গুণের মধ্যে দিয়ে তাদের সৌন্দর্য অটুট রাখে। এক্ষেত্রে পুরুষের সৌন্দর্য কীসে? অনেকেই বলেন, পুরুষের কোনো সৌন্দর্যই নেই। কেউ কেউ বলেন, পুরুষের সৌন্দর্য সুগঠিত শরীর আর শক্তিমত্তায়। আবার অনেকে বলেন, পুরুষের সৌন্দর্য অর্থবিত্ত আর প্রাচুর্যে। পুরুষের সৌন্দর্যের ব্যাখ্যা জনে জনে আলাদা। প্রবাদ আছে, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। সততা, সত্যবাদিতা, মানবিকতা ও উদারতা চরিত্রবান পুরুষের অন্যতম বৈশিষ্ট্য। আর এসব মানবীয় গুণাবলির ওপর নির্ভর করে পুরুষের আসল সৌন্দর্য। পুরুষের সৌন্দর্যের আরো একটি বড় পরিচয় হলো তার ব্যক্তিত্ববোধ। সবসময় কথাবার্তা, পোশাক–আশাক ও চালচলনে মার্জিত থাকা ও স্বতন্ত্র্য বজায় রাখা। ব্যক্তিত্ববোধের অন্যতম একটি দিক ফ্যাশন সচেতনতা। একজন পুরুষকে যে লুকে বা ফ্যাশনে মানায় তাকে সেভাবে উপস্থাপন করতে হবে। একজন পুরুষ সুন্দর পরিপাটি পোশাক পড়ে আজেবাজে কথা বলছেন, মেজাজ দেখাচ্ছেন বা হীন মানসিকতার পরিচয় দিচ্ছেন সেক্ষেত্রে যে কোনো পরিপাটি পোশাকও হবে হাস্যকর এবং সে ব্যক্তিত্বহীন হয়ে ওঠবে। মোদ্দা কথা, ব্যক্তিত্বই একজন ব্যক্তিকে করে তুলে সুন্দর পুরুষ। এছাড়াও পুরুষের সৌন্দর্য নির্ভর করে ইতিবাচক চিন্তাভাবনা ও সুন্দর আচরণের ওপর। যখন সে নিজেকে এবং তার আশপাশের সবাইকে সম্মান করবে এবং যত্রতত্র তার শক্তি ও ক্ষমতা প্রদর্শন না করে অন্যায়ের বিরুদ্ধে তার শক্তিকে প্রয়োগ করবে তখনই সে ব্যক্তিত্ববোধ সম্পন্ন মানুষে গণ্য হবেন। তার এই সাহসিকতায় সুন্দর পুরুষের অনন্য গুণ। আর এসবের জন্য প্রয়োজন সর্বপ্রথম সুস্থ শরীর। এজন্য সবসময় শরীরের সুস্থতা নিয়ে সচেতন থাকতে হবে। সর্বোপরি, সুস্থ শরীর, ইতিবাচক চিন্তাভাবনা আর ব্যক্তিত্বই হলো পুরুষের সৌন্দর্য। আমাদের চারপাশের সব পুরুষের সৌন্দর্য অনাবিল হোক, সেই সৌন্দর্যে ছড়িয়ে পড়ুক মুগ্ধতা, মুগ্ধতার আবেশে আমাদের বাসযোগ্য পৃথিবী হয়ে ওঠুক সুন্দর ও প্রশান্তিময়।