সৌন্দর্য্যবর্ধনের নামে যা হয়েছে তাতে চোখ ভরলেও মন ভরে না : সুজন

নার্সারি মালিকদের সাথে মতবিনিময়

| বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম হচ্ছে প্রকৃতির নন্দিনী। অপরূপ সৌন্দর্যের বন্দর নগর চট্টগ্রামের সৌন্দর্য আজ নগরায়নের কারণে হারিয়ে যেতে বসেছে। আমি চাই আমাদের এই প্রিয় শহর আবারো সবুজের সমারোহে পত্র পল্লবে নানা রঙ ও বর্ণের ফুলে পল্লবিত হউক। বর্তমানে নগরীতে সৌন্দর্য বর্ধনের নামে যা হয়েছে তাতে চোখ ভরলেও মন ভরে না। তিনি গতকাল মঙ্গলবার আন্দরকিল্লাস্থ পুরনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নগরীর নার্সারি মালিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, স্থপতি আবদুল্লাহ ওমর, মো. নুরুদ্দীন, বস্তি উন্নয়ন ও বনায়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী উপস্থিত ছিলেন।
খোরশেদ আলম সুজন আরো বলেন, বিগত সময়ে সৌন্দর্য্যবর্ধনের কার্যক্রম- বাগান দিয়ে শুরু হয়ে দোকান ভাড়া দিয়ে শেষ হয়েছে। এতে গোষ্ঠী বিশেষের লাভ হলেও কর্পোরেশন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমি চাই নগরে সবুজের ছোঁয়া। প্রশাসক আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে নগরীর গুরুত্বপূর্ণ স্পটগুলো নানা জাতের ফুলগাছ রোপন করে বর্ণিল ফুলে সজ্জিত করতে নগরীর নার্সারি মালিকদের এগিয়ে আসতে বলেন। মতবিনিময়ে নগরের ২০ নার্সারী মালিক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএসআরএম শিল্পপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধসিংহ মামার বিয়ে