সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বেড়েছে ৩০ অক্টোবর পর্যন্ত

আজাদী অনলাইন | বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ৭:২৬ অপরাহ্ণ

সকল প্রবাসী বাংলাদেশীর ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।
করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে এসে আটকা পড়েছিলেন এসব প্রবাসী কর্মী।
আজ বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “সবার ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা আমাদের জানিয়েছে সৌদি সরকার।” বিডিনিউজ
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে ২০ লাখের বেশি বাংলাদেশী বিভিন্ন পেশায় কাজ করেন।
২০১৯-২০ অর্থবছরে যে এক হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে তার মধ্যে ৪০১ কোটি ৫১ লাখ ডলারই পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা।
করোনাভাইরাস মহামারীকালে সৌদি আরব প্রবাসী যারা দেশে এসেছিলেন দেশটির সরকার বিমান চলাচল পুনরায় শুরু করলেও বাংলাদেশ থেকে যাওয়ায় দেখা দেয় বিপত্তি।
সৌদি আরবের অনুমতি না মেলায় সেদেশে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করতে পারছিল না বিমান। ফলে সৌদি আরবে কর্মরত অনেক বাংলাদেশী বিমানের টিকেট কেটে রেখেও যেতে পারছিলেন না। অন্যদিকে ফ্লাইট কম থাকায় সৌদিয়া এয়ারলাইন্সও এত যাত্রীর চাপ নিতে পারছিল না।
এই পরিস্থিতিতে সৌদি প্রবাসী কর্মীরা বিমান ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স অফিসের সামনে টানা বিক্ষোভ শুরু করেন।
পরবর্তীতে আটকেপড়াদের ভিসার মেয়াদ এবং ২৪ দিনের জন্য ইকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত ৩০ সেপ্টেম্বর জানিয়েছিলেন, চলতি বছরের মার্চে ভিসা পেয়েও মহামারীর কারণে সৌদি আরবে যেতে না পারায় প্রায় ২৫ হাজার জনকে নতুন করে ভিসা নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধনলকূপের পানি বোতলে
পরবর্তী নিবন্ধস্থায়ীভাবে চাকরিচ্যুত এসআই হেলাল