২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার পথে অনেকটাই এগিয়ে আছে সৌদি আরব। উপসাগরীয় দেশটিতে বিশ্বকাপ হলে তা সবার জন্য খুব রোমাঞ্চকর হবে বলে মনে করেন সৌদি ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই বছরের শেষ দিকে সৌদি আরবকে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে ফিফা চূড়ান্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়া সরে দাঁড়ানোর পর আসরটির স্বাগতিক হওয়ার লড়াইয়ে একমাত্র প্রার্থী হিসেবে আছে সৌদি আরব। সামাজিক মাধ্যমে আল হিলালের সোমবার প্রকাশিত ভিডিও বার্তায় নেইমার বলেন, বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়া সৌদি আরবের প্রাপ্য। সৌদি আরবে বিশ্বকাপ হলে আমি খুশি হব। আমি মনে করি, সবার জন্য খুব রোমাঞ্চকর বিশ্বকাপ হবে। সারা বিশ্বের মানুষ সৌদি সংস্কৃতি, দেশ সম্পর্কে আরও জানার সুযোগ পাবে। তাই এখানে সবার সঙ্গে থাকা হবে দারুণ অভিজ্ঞতা। তাদের এই সুযোগ প্রাপ্য। ৪৮ দলের এই টুর্নামেন্ট ২০৩৪ সালের নভেম্বর–ডিসেম্বরে হবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ২০৩০ সালের আসর আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। বিশ্বকাপের শতবর্ষ পালন উপলক্ষে এই আসরের প্রথম তিন ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার খেলেছেন তিনটি বিশ্বকাপে।