সৌদি আরব ফিলিস্তিনি জনগণের পাশে আছে : সালমান

| বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ে এবং স্থায়ী শান্তি অর্জনের ক্ষেত্রে তাদের আশাআকাঙ্ক্ষার বাস্তবায়নে সবসময় পাশে রয়েছে। মোহাম্মদ বিন সালমান এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল টেলিফোন আলোচনায় গাজা এবং এর আশেপাশে এলাকায় সামরিক সংঘাত বৃদ্ধি, বেসামরিক মানুষের জীবন ও এই অঞ্চলের নিরাপত্তাস্থিতিশীলতার ক্ষেত্রে হুমকিস্বরূপ বর্তমান অবনতিশীল পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। খবর বাংলানিউজের। আলোচনায় ক্রাউন প্রিন্স বলেন, সৌদি আরব সমস্ত আন্তর্জাতিক এবং আঞ্চলিক পক্ষ গুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে, এই অঞ্চলে সংঘাতের বিস্তৃতি রোধ করা এবং চলমান উত্তেজনা বন্ধ করতে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বেসামরিক মানুষকে রক্ষা করতে সৌদি আরব আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৭.৬৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইসরায়েলে হামাসের হামলা পরিকল্পনায় সমর্থন দিয়েছিল ইরান?