পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গতকাল শনিবার সৌদি আরবে যাত্রা করেছেন ১ হাজার ২৪২ জন হজযাত্রী। এরমধ্যে ৮৩৭ জন যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ৪০৫ জন সৌদি এয়ারলাইন্সের বিমানে যাত্রা করছেন।
হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত ৩৭ হাজার ৪৩০ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে বাসস’কে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন। এরআগে, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে। খবর বাসসের।
মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, এই পর্যন্ত ৯৩টি ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে। আরো ১৩৯টি ফ্লাইটে করে ৪৯ হাজার ৬৭০ জন যাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এই বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ৬২ জন এবং বেসরকারিভাবে যাচ্ছেন ৮১ হাজার ১২১ জন যাত্রী। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন।