সৌদি আরবের আর্চারি দলের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল। বাংলাদেশ আর্চারি ফেডারেশন জানায় জিয়াউল এক বছরের জন্য সৌদি আরব দলের প্রশিক্ষক হয়েছেন। গতকাল মঙ্গলবার সৌদির উদ্দেশে রওনা দিয়েছেন ৩৪ বছর বয়সী এই কোচ।
২০১৪ সালে জিয়াউল ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার আমন্ত্রণে পাকিস্তান জাতীয় দলে এক দফায় ৩০ দিন, ২০১৮ সালে দ্বিতীয় দফায় ৭দিন প্রশিক্ষক হিসেবে কাজ করেন। ২০১৭ সালে সলোমনো আইল্যান্ড জাতীয় আর্চারি দলে ১০ দিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৫ সালে কলম্বিয়া আর্চারি দলের আমন্ত্রণে কলম্বিয়ার রাজধানী বোগোটার বিভাগীয় দলের প্রশিক্ষক হিসেবে ১১ মাস দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে জিয়াউলের। বাংলাদেশ দলেও বিভিন্ন মেয়াদে সহকারী কোচের দায়িত্ব পালন করা জিয়াউল বাংলাদেশ আনসার ও ভিডিপি আর্চারি দলেরও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।