বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনা করছে সৌদি আরব। বিশ্বব্যাপী ক্রীড়া অবকাঠামোতে বিপ্লব আনার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব ‘এনইওএম স্টেডিয়াম’ – যাকে বিশ্বের প্রথম “স্কাই স্টেডিয়াম” হিসেবে বর্ণনা করা হয়েছে – নির্মাণের উচ্চাভিলাষী পরিকল্পনা প্রকাশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। রিপোর্টের সূত্র অনুযায়ী, ভবিষ্যতের অভূতপূর্ব এই পরিকল্পনায় স্টেডিয়ামটি ভূপৃষ্ঠ থেকে ১,১৫০ ফুট উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে এবং সম্পূর্ণরুপে নবায়নযোগ্য শক্তির উৎস দ্বারা চালিত হবে, যার মধ্যে বায়ু ও সৌরশক্তি রয়েছে। আশা করা হচ্ছে স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা থাকবে প্রায় ৪৬ হাজার। এদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা গেছে ২০২৭ সালে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে এবং ২০৩২ সালের মধ্যে শেষ হবার আশা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন আলোচনায় জানা গেছে ২০৩৪ ফিফা বিশ্বকাপের একটি ভেন্যু হিসেবে এই স্টেডিয়ামটি ব্যবহৃত হতে পারে। ইতোমধ্যেই সৌদি আরব এই বিশ্বকাপের আয়োজক স্বত্ব লাভ করেছে। সৌদি গণমাধ্যম অবশ্য এই স্কাই স্টেডিয়াম প্রকল্পের বিস্তারিত কিছু এখনো প্রকাশ করেনি। ২০২৪ সালে আরব নিউজ জানিয়েছিল ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব তার ক্রীড়া অবকাঠামোতে বড় ধরনের উন্নয়ন শুরু করেছে, যা দেশের ক্রীড়া দৃশ্যপট রূপান্তরের অব্যাহত প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়।












