সৌদি আরবে ইতিহাস গড়তে চান নেইমার

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৫৫ পূর্বাহ্ণ

অবশেষে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে পাড়ি জমিয়েছেন নেইমার। বিবিসির দাবি, দুই মৌসুমের এই চুক্তির আর্থিক মূল্য ৯ কোটি ইউরো। সঙ্গে থাকছে বোনাসও। সৌদিতে বছরে তিনি আয় করবেন ১৫ কোটি ইউরো, যা পিএসজির চেয়ে প্রায় ছয় গুণ বেশি। দুই পক্ষ চুক্তিতে উপনীত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছে আল হিলাল।

ক্যাপশনে নেইমারের বক্তব্যে লেখা হয়েছে, ‘আমি এখন সৌদি আরবে, আমি হিলালি। এখানে নতুন ইতিহাস গড়তে চান নেইমার। 

পূর্ববর্তী নিবন্ধযদি বেঁচে থাকতেন গিটার জাদুকর
পরবর্তী নিবন্ধকোয়ালিফাইয়ারে খেলবে সাকিব-লিটনের গল টাইটান্স