সৌদি আরবের সড়কে ঝরল লোহাগাড়ার যুবকের প্রাণ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১১ অপরাহ্ণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার মো. রিফাত হাসান (২৬) মৃত্যু হয়েছে। সে উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকার এজহার মিয়ার পুত্র।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭ টার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, চাকরি থেকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে শরিকাতুল মক্কার পেছনে ওভার ব্রিজ সংলগ্ন স্থানে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন রিফাত। নিহত রিফাতের মরদেহ বর্তমানে সৌদি আরবেই রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধকাতারে ইসরায়েলের হামলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, আটক ৪