সৌদি আরবের বাদশা আবদুল আজিজ পদক পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে কিং আব্দুল আজিজ মেডল অব এক্সিলেন্ট ক্লাস পদকএ ভূষিত করেছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। খবর বিডিনিউজের।

দুই দেশের কৌশলগত সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সৌদি আরবের বাদশা সালমানের নির্দেশে তাকে এ পদক দেওয়া হয়, জানিয়েছে সৌদি গেজেট। রোববার রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রিন্স খালিদ পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হওয়ায় ফিল্ড মার্শাল মুনিরকে অভিনন্দন জানান এবং তার নতুন দায়িত্বে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং প্রতিরক্ষা খাতে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে সৌদি আরবের উপপ্রতিরক্ষামন্ত্রী প্রিন্স আবদুল রহমান বিন মোহাম্মদ বিন আয়াফ, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান জেনারেল ফাইয়াদ আলরুওয়াইলি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দাবিষয়ক উপদেষ্টা হিশাম বিন আবদুল আজিজ বিন সাইফ, সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত আহমদ ফারুকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান
পরবর্তী নিবন্ধগাজার ধ্বংসস্তূপে একদিনে মিলল ৯৪ জনের দেহাবশেষ