সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ মেডেল পেলেন শীর্ষ পাকিস্তানি জেনারেল

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

সৌদি আরবের উচ্চ পদমর্যাদার সম্মাননা বাদশাহ আব্দুল আজিজ মেডেল (ফার্স্ট ক্লাস) পেলেন শীর্ষ পাকিস্তানি জেনারেল শের শামশাদ মির্জা। খবর বিডিনিউজের।

সৌদি আরবের চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ বিন আহমেদ আলরুয়াইলি পাকিস্তানের চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ (সিজেসিএসি) জেনারেল শের শামশাদ মির্জার হাতে এই সম্মাননা তুলে দেন। সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন দৃঢ় করা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে মির্জার চেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি খবর জানিয়েছে।

শামশাদ মির্জা রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে আল রুয়াইলির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই সামরিক নেতা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন বিষয় এবং তা আরও বাড়ানো ও উন্নত করার উপায় নিয়ে পর্যালোচনা করেন। দুই দেশের অভিন্ন স্বার্থ নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। দুই পক্ষেরই কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই বৈঠক এবং অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাকিস্তান বেতার জানায়, সৌদি সামরিক নেতারা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতার প্রশংসা করেছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের আত্মত্যাগ স্বীকার করে নিয়েছেন। সমপ্রতি কয়েক মাসে পাকিস্তান এবং সৌদি আরব প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক নিবিড় করার চেষ্টা নিয়েছে। সেপ্টেম্বরে দুই দেশই মাইলফলক প্রতিরক্ষা চুক্তি সই করেছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক স্বৈরশাসক সুহার্তোকে জাতীয় নায়ক খেতাব দিল ইন্দোনেশিয়া
পরবর্তী নিবন্ধথাই-মালয়েশিয়ার তল্লাশিতে ১১ মৃতদেহ উদ্ধার