সৌদি অধ্যায়ের ইতি টানছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

আল নাসরের হয়ে হয়তো শেষবারের মতো মাঠে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল ফাতেহর বিপক্ষে ৩২ গোলের জয়ে ভিন্ন কিছু বোঝার সুযোগ থাকলেও ম্যাচ শেষে পর্তুগিজ মহাতারকার সোশ্যাল মিডিয়া পোস্ট যেন ইঙ্গিত দিচ্ছে এক অধ্যায়ের পরিসমাপ্তির। এই অধ্যায় শেষ। গল্পটা এখনো লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞ। লিখেছেন রোনালদো। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ২০২২ সালে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে করেছেন ৯৩ গোল। দুইবার হয়েছেন সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা। এই মৌসুমেও গোল্ডেন বুট উঠেছে তার হাতে। ক্লাব ক্যারিয়ারে রোনালদোর মোট গোল এখন ৮০১টি (ক্লাব পর্যায়ে)। আর সবমিলিয়ে অফিসিয়াল গোলসংখ্যা ৯৩৭। তবে ব্যক্তিগত সাফল্যের বিপরীতে ক্লাবের হয়ে তেমন কিছু জেতা হয়নি রোনালদোর। গত তিন মৌসুমে কোনো বড় শিরোপা জিততে পারেননি। লিগে আল ইত্তিহাদ ও আল হিলালের কাছে পিছিয়ে পড়েছে আল নাসর। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও বাদ পড়েছে জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে। রোনালদোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিভিন্ন সূত্র বলছে, তিনি ক্লাব বিশ্বকাপে খেলবেন, তবে কোন ক্লাবের হয়্তেতা এখনো স্পষ্ট নয়। আপাতত তিনি ফিরছেন পর্তুগালে, খেলবেন নেশনস লিগের ফাইনাল ফোরে। সেমিফাইনালে প্রতিপক্ষ জার্মানি।

পূর্ববর্তী নিবন্ধশাহ সুফী আমানত খান (রাহঃ ) : চট্টগ্রামের আধ্যাত্মিক বাতিঘর
পরবর্তী নিবন্ধকাপ্তাই বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ সম্পন্ন