সৌদিয়া আরবে সড়ক দুর্ঘটনায় রিফাত হাসান (২৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সৌদি সময় ভোরে শরীকাতুল মক্কার পেছনে ওভার ব্রিজ এলাকায় ঘটনা ঘটে। নিহত রিফাত হাসান উপজেলার চরম্বার ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের তেলিবিলা এলাকার মৃত মাওলানা এজাহার আহমদের পুত্র। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে জীবিকার তাগিদে রিফাত সৌদি আরব যান। সেখানে তিনি পাইপ ফিটারের কাজ করতেন। ঘটনারদিন কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে বাস চাপায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হেরামের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটিতে আছে বলে জানা গেছে। চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ দেশে আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।












