সৌদিতে সড়ক দুর্ঘটনায় রাউজানের যুবক নিহত

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

সৌদি আরবে রাউজানের এক প্রবাসী যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। গত দুই বছর আগে প্রবাস জীবনে থাকা নিহত যুবকের নাম শওকত হোসেন রাজু (২৪)। সে নোয়াপাড়া পথের হাটস্থ ভারতশ্বরী প্লাজার নাইট গার্ড মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে।

নিহতের শোকাহত পরিবারের সদস্যরা বলেছেন, গত ১ সেপ্টেম্বর সেখানকার বাসা থেকে বের হয়ে রাজু হেঁটে একটি রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে ২ সেপ্টেম্বর মঙ্গলবার তার মৃত্যু হয়।

শোকাহত পিতা নাছির উদ্দিন বলেছেন, সোমবার রাজু দুর্ঘটনার শিকার হলেও সেখান থেকে তাদের কেউ ঘটনা জানাইনি। গতকাল বুধবার তার মৃত্যুর খবরটি সেখানকার প্রবাসীদের মাধ্যমে পায়। পরিবারে খবর আসলে শোকের মাতম শুরু হয়। নাছির পুত্র শোকে মাতম করতে করতে বলেন, রাজু দুর্ঘটনার আগের রাতে তিনি ও তার মায়ের সাথে শেষ কথা বলেছিল। শুনেছেন কানে মোবাইল ধরে কথা বলতে বলতে রাস্তা পাড় হতে গেলে দুর্ঘটনায় তার ছেলে এক্সিডেন্ট করেছে।

পূর্ববর্তী নিবন্ধকুচকাওয়াজে নতুন অস্ত্রে দেখালেন শক্তি
পরবর্তী নিবন্ধওষখাইন আলী নগর দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) কাল