সৌদিতে সুদানের সাথে ম্যাচ খেলতে উদগ্রীব বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে ক্যাম্প করছে। আফ্রিকার দেশ সুদানও ক্যাম্প করছে সেখানে। গতকাল শনিবার সুদানের বিপক্ষে বাংলাদেশের একটি অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও সেটি হবে না। সৌদি থেকে বাফুফের পাঠানো এক বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সুদান দলের সঙ্গে আজ খেলা হওয়ার কথা ছিল। সুদানের কোচ ৮ বা ৯ মার্চের মধ্যে একদিন আমাদের সঙ্গে একটি ম্যাচ খেলতে চেয়েছিল। গতকাল রাতেও আজ খেলার কথা জানিয়েছিল। তবে সকালে তারা জানিয়েছে আজ(গতকাল) খেলতে পারছে না। পরবর্তীতে তারা সময় জানাবে।’ ভারতের বিপক্ষে প্রস্তুতির জন্য সুদানের ম্যাচটি বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। কখন খেলা হবে সেটা নির্ভর করছে মূলত সুদানের ওপরই। এখন পর্যন্ত নাকি সুদান খেলার ব্যাপারে ইতিবাচক। যদি শেষ পর্যন্ত খেলা না হয়, তাহলে বাংলাদেশের সৌদি সফর ও প্রস্তুতিতে ঘাটতি পড়বে। ভিসা বিলম্বে পাওয়ায় একদিন পর সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া। একদিন পিছিয়ে পড়লেও এতে সমস্যা দেখছেন না তিনি, ‘আমি দলের সঙ্গে ঢাকায়ও অনুশীলন করেছি। ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। এখানে এসে আবার অনুশীলন শুরু করেছি।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগের ক্রিকেটারদের শপথ পড়ালেন অধিনায়ক শান্ত