সৌদি আরবে আরেক দফায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আশা প্রকাশ করেছেন যে এই বৈঠকটি ফলপ্রসূ হবে এবং শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। যদিও জেলেনস্কি নিজে এই আলোচনায় সরাসরি অংশ নেবেন না, তবে তিনি সে সময় সৌদি আরবেই উপস্থিত থাকবেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল একটি কাঠামোগত আলোচনা করতে চায়, যার মাধ্যমে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর পথ বের করা সম্ভব হবে। খবর বাংলানিউজের।
তবে সামপ্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রকাশ্য বাদানুবাদের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করে এবং গোয়েন্দা তথ্য আদানপ্রদান বন্ধ করে। এমন পরিস্থিতিতে, জেলেনস্কি দুঃখপ্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহযোগী। বৃহস্পতিবার, উইটকফ জানান যে ট্রাম্প জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আশা করি, আমরা ইউক্রেনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারবো এবং সবকিছু আবার আগের মতোই চলবে। তবে এই আলোচনার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের ওপর কিছু শর্ত আরোপের চাপ রয়েছে, যেখানে কিয়েভকে কিছু ছাড় দিতে বলা হয়েছে। অন্যদিকে, জেলেনস্কি নিশ্চিত নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনো সমঝোতায় যেতে নারাজ।